কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে রিয়াদ ও ছোটন নামের দুই যুবক-কে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯ টায় উপজেলার বদরখালীতে এই ঘটনা ঘটে।

আহত মো. রিয়াদ (২৭) বদরখালী ৫ নং ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে ও অপর আহত মো. ছোটন (২৯) একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড টুটিয়াখালী পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, আহতদের মধ্যে ছোটনের হাত ও রিয়াদের পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024