চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাটে মহাসড়ক অবরোধ করে আব্দুর রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মালুমঘাট স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ অন্যান্য বক্তারা বলেন.আব্দুর রহমানের জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

এসময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়ক দিয়ে যানচলাচল বন্ধ থাকে। এদিকে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ফখরুল ইসলাম,

চকরিয়া সার্কেল (এসএসপি) মো:রকীবুর রাজা

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের হত্যার বিচারের প্রতিশ্রুতি দেয়। প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে মহাসড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ইফতারের পূর্বে মালুমঘাট বাজার থেকে একদল সন্ত্রাসী যুবক আব্দুর রহমানকে তুলে নিয়ে গিয়ে রিজার্ভ পাড়ায় হত্যা করে। এ ঘটনায় থানায় ১৯ জনকে আসামী করে মামলা হয়। এ পর্যন্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024