পবিএ মাহে রমজান সংযম ও ত্যাগের মাস। এই মাসে ইফতারের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর জেলার আয়োজনে ০৫ ই এপ্রিল ২০২৪, রোজ শুক্রবার (২৫ রমজান)  "জামিলুন ইফতার" অনুষ্ঠিত হয়েছে। 

ভিবিডি - পিরোজপুর জেলা কর্তৃক  আয়োজিত, ‘’জামিলুন ইফতার -২০২৪’’ “চালনা নামাজপুর নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা” সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর - জেলার শুভাকাঙ্ক্ষী ও ভলান্টিয়াররা একসাথে ইফতারে অনুষ্ঠানে অংশগ্রহন করে।

ইফতারে ভলান্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর - জেলার শুভাকাঙ্ক্ষী ও প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসান -  প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব) / জেলা আইসিটি অফিসার, মোঃ নজরুল ইসলাম বাদশা -  সাধারন সম্পাদক

বাংলাদেশ মানবাধিকার কমিশন, পিরোজপুর জেলা এবং মোঃ তারেক রানা চৌধুরী - লন্ডন প্রবাসি।

ইফতারের পূর্বে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ত্ব করেন ভিবিডি - পিরোজপুর জেলার সভাপতি জিনাত বিনতে বাদশা। সাম্প্রদায়িকতাকে রুখে দিতেই এই ইফতার আয়োজন বলছেন ভলান্টিয়াররা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024