জামালপুরে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল ) সকালে থেকে বিকাল পর্যন্ত দ্বিতীয় দফায় ইউপির ভবন থেকে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আগের দিন শনিবার প্রথম দফায় চাল বিতরণ শুরু করা হয়। 


চাল বিতরণ কাজের উদ্বোধন করেন পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু। এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বারেরা উপস্থিত ছিলেন। 

চাল বিতরণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। 

পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, '৪ হাজার ৬৪৭ জন অতিদরিদ্র মানুষের জন্য ৪৬ মেট্রিক টন ৪৭০ কেজি চাল বরাদ্দ পেয়েছি। সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে

ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, 'পাথর্শী ইউনিয়নে চাল বিতরণ কাজ পরিদর্শন করেছি। ঈদের আগ মুহূর্তে চাল পেয়ে দরিদ্র পরিবারগুলো অনেক খুশী হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুস্থদের মাঝে রমজানের ঈদ উপলক্ষে চাল বিতরণ করা হয়।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023