হে প্রিয় নবি

রিফা সানজিদা আল মাক্কি 

তুলনা হয়না তোমার হে প্রিয় নবি,

আধারের বুকে তুমি যে আলোর ই ছবি।

মিত্র হয়ে কত কাফির তোমায় বলেছে মহান,

নত শীর এ মেনে নিয়েছে তোমার চরিত্র কোরআন।

মুক্ত হয়েছে তোমার বরনে কতশত মানুষ,

পথভ্রষ্টরা পেয়েছে খুজে সঠিক পথের হুশ।

হাতের ইশারায় খন্ড করেছে চাঁদ হে মহিয়ান,

তোমার প্রেমে হয়েছে কত জীবন কুরবান।

মুক্তঝরা দৃষ্টিতে তাকিয়েছ যার দিকে একবার,

একেই সে মনে করেছে জীবনের সেরা উপহার।

রাহীবেশে ছিল তোমার পুত পবিত্র সকাল,

পুরনিমার সুচনা করে যেমন পুবআকাশে হেলাল।

সুর্যের ছটায় যেভাবে দূর হয়ে যায় নিশি প্রভাব,

বাতিলের তিমির দূর করেছে তব আবির্ভাব। 

লক্ষ তারার মেলায় আজো যেনো জ্বলে নুরের ঝলক,

আশা আমার তোমার নুরানি চেহারা দেখবো এক পলক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024