হে রাসূল (সা.) 

কবি-মোহাম্মাদ মনজুর আলম 

দেখো, নূরের আলোয় আলোকিত 

মা আমেনার কুল,

বিশ্ব জাহান সেই আলোতে

হয়েছে আজ ব্যাকুল।

দেখো, পাখপাখালি মুখরিত 

দরুদে মশগুল, 

আকাশ বাতাস গুঞ্জন করে 

হে রাসূল (সা.), হে রাসূল(সা.)।

দেখো, খুশিতে আজ মাতোয়ারা 

বিশ্ব মানব কুল, 

উম্মতের কান্ডারী এলো

নবী ও রাসূল (সা.)।

ধন্য হলো বিশ্ব জাহান 

ধন্য মানব কুল, 

ফুটিল আজ বিশ্ব ধরায়

জান্নাতেরই ফুল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024