|
Date: 2024-04-07 12:02:32 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলি’সহ একজন রোহিঙ্গা গ্রেফতার করেছে এপিবিএন পুলিশের সদস্যরা।
রবিবার (৭ এপ্রিল) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর দিক নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর তত্ত্বাবধানে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া ১৪ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, আজ রাতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফুর রহমান সহ মোবাইল ডিউটি টহল টিম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ইস্টের বি ১৫ এলাকা এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা আব্দুল শুক্কুর (৪২) উখিয়া ১ নম্বর ইস্ট ক্যাম্পের ১৫ বি ব্লকের বাসিন্দা গোলাম মোস্তফা এর ছেলেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলি’সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত ডিআইজি আরও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে এপিবিএন দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024