প্রিয় রাসুল

মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শৈশব থেকে প্রিয় নবি
সতত কথায় কাজে,
সত্যকথা বলেন তিনি
ধরায় জীবন মাঝে।
মিথ্যা কভূ কয়নি ধরায়
ঈর্ষে মুক্ত নবি, 
কোনোকালে করেনি রাগ
স্বাক্ষী কোরান রবি।
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
কৃতদাস নর-নারী,
সবার দুখে কাঁদেন নবি
ফেলে অশ্রু বারি।
সকল গোত্রে শান্তি আনতে
দিয়ে অনেক মাশুল,
রাতে-দিনে দ্বীনের দাওয়াত
দিছেন প্রিয় রাসুল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024