প্রায় দেড় হাজার মানুষের মাঝে প্রবাসীদের অর্থায়নে ইফতারের আয়োজন করা হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাধুরখিল গ্রামে ৬ মার্চ (শনিবার) বিকেলে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে প্রায় দেড় হাজার মানুষের মাঝে ইফতারের আয়োজন করা হয়। বিকেল থেকে তরুণ সমাজ গ্রামের প্রতিটি পরিবারের মাঝে ইফতারের প্যাকেট পৌঁছে দেন। 


এসময় উপস্থিত ছিলেন সামাজিক ব্যাক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ সহ এলাকার সকল শ্রেণির মানুষ 


বক্তারা বলেন, প্রবাসীদের এমন আয়োজনে আমরা আনন্দিত ও গর্বিত। এবং আগামীতেও এ দ্বারা অব্যাহত রাখার আহবান জানান। পরিশেষে দেশ ও জাতীর কল্যানে  মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024