|
Date: 2022-10-25 09:25:54 |
◾দেশচিত্র ডেস্ক
মানুষের মধ্যে জমিজমা নিয়ে হরহামেশাই বিবাদ হয়। জমির কারণে রক্তের বন্ধনও ছিন্ন হয়ে যায়। কিন্তু উল্টো চিত্রও দেখা যায়। অনেকে মহৎ উদ্দেশ্যে মূল্যবান জমি দান করে দেন। ভারতের মহারাষ্ট্রে বানরের জন্য জমি দান করে দেওয়ার মতো এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে।
ভারতীয় ম্যাগাজিন আউটলুক জানিয়েছে, মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার ভূমি কার্যালয়ের রেকর্ডে দেখা গেছে, জেলার উপলা গ্রাম পঞ্চায়েতের ৩২ একর জমি গ্রামটির বানরের জন্য কেউ একজন দান করেছেন। কিন্তু যে ব্যক্তি এ জমি দান করেছেন তার নাম-ঠিকানা বা কখন এটা করা হয়েছে, সে সম্পর্কে রেকর্ডে কিছু উল্লেখ নেই।
উপলা গ্রামের বাসিন্দাদের মধ্যে বানরকে সম্মান দেওয়ার ঐতিহ্য রয়েছে। দরজার সামনে বানর এসে দাঁড়ালে, তাদের খাওয়ানো এ গ্রামের পুরোনো রীতি। এমনকি বিয়ের সময়ও বানরদের বিশেষভাবে সম্মান জাননো হয়। তাদের দেওয়া হয় বিশেষ ভোজ।
গ্রাম পঞ্চায়েত প্রধান বাপ্পা পদওয়াল বলেন, ‘জমির নথিতে স্পষ্ট উল্লেখ আছে এ জমি বানরদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কে বা কারা, কখন এ কাজ করেছেন তা জানা যায়নি।’
জানা গেছে, উপলা গ্রামে প্রায় একশত বানর বসবাস করে। তবে এ সংখ্যা নির্দিষ্ট নয়। কখনো বাড়ে, কখনো কমে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে বলে জানান বাপ্পা পদওয়াল।
বাপ্পা পদওয়াল আরও জানান, বনবিভাগ ওই জমিতে বনায়নের উদ্যোগ নিয়ে। সেখানে একটি পরিত্যক্ত বাড়িও আছে, যা এখন বিধ্বস্ত হয়ে গেছে।
© Deshchitro 2024