ঝালকাঠির নলছিটিতে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

৮ এপ্রিল সোমবার বিকেলে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি সমাপ্তি রায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকার কারনে পৌরসভার পুরান বাজার এলাকার পোল্ট্রি ব্যবসায়ী আব্দুল মান্নান ও সুমন মল্লিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা রাখতে হবে। এই মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024