|
Date: 2024-04-08 11:27:44 |
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা হলেন- উখিয়া ২০ নং রোহিঙ্গা ক্যাম্পস্থ ব্লক-এম/৩২ এর মৃত খুইল্লাহ মিয়ার ছেলে মো: তৈয়ব।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোঃ ইকবাল।
তিনি জানান- সোমবার (৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে এপিবন পুলিশের একটি টিম। এসময় একজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান- তাকে আটকের পর উখিয়া থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024