পৃথিবী নামক মঞ্চ শালায়

দুর্দান্ত অভিনেতারাই শিরোপা পায়,

বাস্তবতা নামক যু'দ্ধক্ষেত্রে

আত্নবিশ্বাসী হলেই টেকা যায়।

কাউকে ভালো রাখার দায়িত্ব

অন্য কারো নয়,

নিজেকে ভালো রাখার দায়িত্ব

নিজেকেই নিতে হয়।

ম'রা'র মত বেঁ'চে থাকাটা

জীবন কখনোই নয়,

আ'বে'গ নিয়ন্ত্রণ করতে পারলেই

জীবন সুন্দর হয়।

অস্থায়ী এই পৃথিবীতে

কোনো কিছুই স্থায়ী নয়,

অ'নিশ্চিত এই জীবন ব্যবস্থায়

মৃ'ত্যু ছা'ড়া কোনো কিছুই সুনির্দিষ্ট নয়।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024