কুড়িগ্রামের উলিপুরের নুতন অনন্ত পুরের রহমতুল্লাহ নূরানী তা'লিমূল কোরআন মাদ্রাসার ১২৫ জন শিশু ঈদের পোশাক পেল।এর মধ্যে ৬৩ জন ছেলে ও ৬২ জন মেয়ে শিক্ষার্থী।
গত ৬ এপ্রিল মাদ্রাসা প্রাঙ্গণে তাদের ঈদের পোশাক প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য রাশেদ আলী সরকার, আক্কাস আলী সরকারসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এদিকে পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
এখানে উল্লেখ্য, মরহুম রহমতুল্লাহ সরকারের বংশধররা প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালক করছেন