|
Date: 2024-04-08 16:16:50 |
রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামী। ৮ এপ্রিল সোমবার বিকেল ৫টায় গোদাগাড়ীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের সহকারি সেক্রেটারী এবং উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের সহকারি সেক্রেটারী ড. ওবাইদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মোঃ নুমায়ূন আলী, গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর আলহাজ্জ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম কামারুজ্জামান বকুল, সেক্রেটারী হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, সেক্রেটারী জামিল হোসেন, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ বাবু, সহ সভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারী সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি ও প্যানেল মেয়র শহীদুল ইসলাম, সেক্রেটারী সারোয়ার সবুজ প্রমুখ।
ইফতার পূর্ব মতবিনিময় সভায় পবিত্র কুরআন থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন ড. ওবাইদুল্লাহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আব্দুল খালেক। বক্তারা বলেন আমরা উপজেলা ভোটে লেবিং প্লেয়িং ফিল্ড নির্বাচন কমিশনের কাছে দাবি করছি।
© Deshchitro 2024