|
Date: 2024-04-09 05:00:44 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৭৮৯২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আর ক’দিন বাদে পুরোদমে ধান কাটা শুরু হবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানে তেমন কোন রোগ বালাই সৃষ্টি হয়নি। ফলে ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা কৃষি অফিস করেছে সেটা তো পূরণ হচ্ছে অধিকান্ত বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই উজ্জ্বল সম্ভাবনা কৃষকের মলিন মুখে মিষ্টি হাসি ফুটেছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার বোরো মৌসুমের অধিকাংশ ধান কৃষকের ঘরে উঠবে এবং জেলায় ২৩-২৪ অর্থ বছরে ৩৩৬৭৭১ মে:টন চাল উৎপাদনের যে লক্ষ্যমাত্রা পূরণ হবে।
এ বিষয়ে দেবনগর গ্রামের কৃষক মোহাম্মদ হাকিম বলেন, আমি ৬ বিঘা জমিতে রোরো ধান চাষ করেছি। স্থানীয় কৃষি অফিসের দিক নির্দেশনা মেনে পরিচর্যা করেছি এখন ধানে কোন রোগ নেই। আমি আশা করছি বিঘাপ্রতি ২৭ থেকে ৩০মণ ধান পাবো। এখন ধানের যে দাম আছে সেটা থাকলে আমি লাভবান হবো। এবিষয়ে রাজনগর গ্রামের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন, এই কৃষিবান্ধব সরকার আমাদের ধানের বীজ, সার, কৃষির অন্যান্য উপকরণ এবং কৃষি অফিস যে পরামর্শ দিয়েছে তার মাধ্যমে আমরা সুন্দরভাবে এবার বোরো মৌসুমে ধান চাষ করতে পেরেছি এবং আমরা সফলতায় পৌঁছেছি। কারণ বিগত কয়েক বছর ২৮ ধানে ব্লাস্ট রোগ লেগে আমরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সবসময় উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্ট্যান্ড বাই রেখেছিলাম। তাছাড়া জেলা উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ের কারণে এটা সম্ভব হয়েছে।
© Deshchitro 2024