পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর- কিশোরগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার  (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত ।


ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সম্মৃদ্ধি।



তিনি আরও বলেন, সবার মুখে হাসি নিয়ে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে চলতে হবে। যে যেখানেই যেভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠ জন, নিকটতম আত্মীয় সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিবেন।


কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এজন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তিগণ যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, নিরন্ন অভুক্ত মানুষগণের ঈদ আনন্দের অংশীদার হতে পারেন। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা- ঈদ মোবারক 







প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024