ঈদ যাত্রা-

সারাবছর অনেকে ঢাকাতেই থাকেন। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সকল শ্রেণী পেশার মানুষ।

তবে, ঈদ আসলে সবাই যেন ছুটে চলে চিরচেনা গন্তব্যে। যেখানে হৃদয় শান্তি পায়, মাটির গন্ধ থাকে, নাড়িরটান, আত্মীয়তার মোহ আর বন্ধুত্বের সম্পর্ক অপেক্ষায় থাকে এক মিলনমেলার। আর পরিবারের সবাই একত্রিত হবার জন্য এর চেয়ে বড়ো সুযোগ হয়তো বছরে আর দুবার আসে না। হ্যা, বলছি ঈদের ছুটিতে বাড়িতে ফেরার কথা।

যার ঢাকায় ফ্লাট, জমি রয়েছে সেও গ্রামে যায় শিকড়ের টানে। যার নেই সেও যায় একই শিকড়ের টানে। 

দিনমজুর, কুলি, শ্রমিক, আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ি কোন ভেদাভেদ নেই। সকলের লক্ষ্যই যেন এক! 

বাস, লঞ্চ, মাইক্রো আর ট্রেন হলো প্রধান বাহন। তবে, ট্রেনকান্ডই বারবার সামনে আসে। কত সুন্দর ভ্রমন কথা, মেঠোপথের মাঝে দিয়ে চলছে...

অবশ্য আমাদের দেশে সারাবছর ট্রেন যাত্রা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকলেও ঈদের সময় বিষয়টি একেবারেই ভিন্ন। যেন এক নগরীতে পরিণত হয় একেকটি ট্রেন।

যেভাবেই হোক বাড়ি যেতেই হবে। স্বপ্ন ছুঁতেই হবে, মাটির গন্ধ নিতেই হবে। পরিবারের সবার সাথে ঈদ পালন আমাদের ঐতিহ্য। ভালো কাটুক সবার ঈদ। ঈদ মোবারক। 

সংযুক্ত ছবিটি ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা ট্রেন। যা ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রিজ এলাকা থেকে আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা ৯ মিনিটে তুলেছেন সৌখিন আলোকচিত্রশিল্পী সাদিক খান। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023