|
Date: 2024-04-09 12:30:25 |
ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাবাইতাড়ী এস.বি. বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ রাবাইতাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা বেগম ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় তারা সবাই সবার খোঁজ খবর নেন পরবর্তী রমজানে আরও বৃহৎ আকারে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়টি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছাত্রীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ সময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক মজিবুল হক বলেন আজকে আমি অনেক খুশি সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে দেখে ভবিষ্যতে যেন আরো ভালো প্রোগ্রাম হয় এবং আমরা সকলেই একত্রিত হতে পারি। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ বলেন আজকে সবাইকে একত্রিত দেখে অনেক ভালো লাগছে ভবিষ্যতে যেন আমরা সবাই আরো বৃহৎ আকারে একত্রিত হতে পারি।
© Deshchitro 2024