|
Date: 2022-10-25 13:26:46 |
সোমবার (২৪ অক্টোবর) ভাত খাচ্ছিলেন মা, বসতঘরে গাছ পড়ে শিশু সানজিদ আফ্রিদি নিহত হয়।
গতকাল সিত্রাং এর আঘাতে চরজব্বর থানা এলাকায় ক্ষয়ক্ষতি হয়। এতে ৭নং ইউনিয়নের পূর্ব চরবাটা( হাবিবিয়া) গ্রামে ঘূর্ণিঝড়ে উক্ত শিশু মারা যায়।
মঙ্গলবার (২৫ অক্টোবর ) নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম চরজব্বার থনা এলাকা পরিদর্শন করেন এবং নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন, খোঁজ খবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন।
© Deshchitro 2024