শেরপুরের ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ রায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইগাতীসহ দেশের সব মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024