দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।কক্সবাজারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামায়াত সকাল ৮ টায় এবং সকাল ৯ টায় ২য় জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও কক্সবাজারের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়।

বুধবার (১০ এপ্রিল) ৩০ রমজানের দিন এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সকাল ৭ টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় শহরের বায়তুশ শরফ জামে মসজিদ ও টেকপাড়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তারাবনিয়ার ছড়া জামে মসজিদে ৮ টা ১৫ মিনিটে, বড় বাজার জামে মসজিদ, নতুন বাহারছড়া জামে মসজিদ, বাহারছড়া জামে মসজিদ ও পাহাড়তলী জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024