মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) টাউন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজ মুসল্লিদের ঢল নামে।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। 

নামাজের পূর্বে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ প্রমুখ।

প্রথম জামাতে আরও অংশ নেন  সাবেক এমপি নেছার আহমদ, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুছ সালাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসক জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

প্রথম জামাতে ইমামতি করেেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ, জেলা জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে ইমামতি করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব, বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ।

ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024