|
Date: 2024-04-11 11:54:46 |
১০ এপ্রিল শৈলকুপা কলেজ প্রাঙ্গনে শৈলকুপা উপজেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শৈলকুপা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শৈলকুপার ১৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল প্রান্ত বাবরকে আহ্বায়ক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব কে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশিকুর রহমান ( ঢাবি,১৯-২০), এম.এ ইব্রাহিম ( চবি, ১৯-২০), রাকিব হাসান পরশ ( চবি, ১৯-২০), শ্বাসত সাহা ( রুয়েট, ১৯-২০), রাইসুল ইসলাম ( জবি, ১৯-২০), রাইসুল ওয়াজেদ ( বুটেক্স, ১৯-২০), সোহানুর রহমান ( যবিপ্রবি, ১৯-২০), রাহুল গাঙ্গুলি অয়ন ( রুয়েট, ২০-২১), দীপ্ত অধিকারী ( ২১-২২), অর্পণ কুমার দাস ( রুয়েট, ২২-২৩), মিশুকুর রহমান ( পবিপ্রবি, ২২-২৩)
© Deshchitro 2024