নান্দাইলে নতুন ঈদগাহ মাঠ উদ্বোধন



ময়মনসিংহের নান্দাইলে চরবেতাগৈর ইউনিয়নে নতুন ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপির চরশ্রীরামপুর দক্ষিণ ও চরউত্তরবন্দ উত্তর গ্রামবাসীর উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয়েছে।


ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন হযরত মাওলানা আব্দুস সামাদ। এতে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, চরউত্তরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী শিক্ষক মো. শফি উদ্দিন, দলিল লেখক মো. রুহুল আমিন, সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান মুকুল, ইউপি সদস্য ফিরোজ আলী, আওয়ামী নেতা  মো. নেওয়াজ আলী, মো. সুরুজ মিয়া প্রমুখ। এ সময় সাবেক ১ নম্বর বেতাগৈর ইউপির তাবলিগ জামাতের মুরুব্বি আক্কাস আলী ও দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


বক্তরা নতুন ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024