|
Date: 2024-04-12 14:03:07 |
মুহাম্মদ নাছির উদ্দীন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম,
ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
১২ এপ্রিল-২৪ (শুক্রবার)বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভায় কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাজ্জাক বাড়ি জনৈক তৌহিদুল আলমের পুত্র। সে স্থানীয় বাবুনগর মাদ্রাসায় অধ্যয়ররত।
অপরজন কুম্ভারপাড়া এলাকার স্থানীয় একটি মাদ্রাসা থেকে সম্প্রতি হিফজুল কোরআন সমাপ্ত করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে তিন খালাত ভাই ঈদে বেড়ানোর কথা বলে মোটর সাইকেলে করে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের মোটর সাইকেলটি কুম্ভার পাড়াস্থ এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পিছনদিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আব্দুর রহমান নিহত হয়। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয় হলেও পথিমধ্যে মোস্তাকিমের মুত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালাতক রয়েছে। বর্তমানে বাস ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
© Deshchitro 2024