“দেশ, মানবতা ও সমাজকল্যাণে অঙ্গীকারাবদ্ধ” থেকে প্রকৌশলীদের সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন এবং ধামরাই উপজেলাকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত প্রযুক্তি নির্ভর আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে প্রতিষ্ঠিত ধামরাই ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৩য় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার(১৩ই এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবীণ ও নবীন ইঞ্জিনিয়ারদের অংশগ্রহনে উপজেলার মোহাম্মদী গার্ডেনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রায় তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।


সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো: জায়েদুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী মো: ফজলুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা উদ্যোক্তা প্রকৌশলী বেনজীর আহমেদ ও প্রকৌশলী মোঃ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উদ্যোক্তা প্রকৌশলী মোঃ লোকমান হোসেন, প্রকৌশলী মোঃ জামিল হোসেন, জনাব মোঃ মনিরুল ইসলাম মিঠু, প্রকৌশলী মোঃ রাশেদ আহমেদ রাজীব, প্রকৌশলী মোঃ আবুল বাশার, প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত প্রকৌশলী মোঃ সামছুল ইসলাম, প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মৃধা, প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন, প্রকৌশলী মোঃ মোফাজ্জল হক এবং প্রকৌশলী মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বক্তারা ধামরাই এর সকল ইঞ্জিনিয়ারদের একটি প্লাটফর্মে থেকে প্রকৌশলীদের কল্যানে এবং সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024