মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে এক কিশোরী (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে কৌশলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

জানাযায় ভুক্তভোগী শনিবার (১৩ এপ্রিল)  সকালে নিজেই বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী উপজেলার ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ‍্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মামলা এজাহার সূত্রে জানাগেছে,

আমরুল ইউনিয়নের ফুলকোট সোনাইডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের মেয়ের সাথে একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাজাহান আলীর ছেলে মো: নিয়ামুল ইসলাম (২১ ) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে গত ৯ এপ্রিল রাত ৭ টার দিকে প্রেমিক নিয়ামুল উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের জৈনিক জাকারিয়া মিয়ার বাড়ীতে দেখা করার কথা বলে। তার ডাকে সাড়া দিয়ে দেখা করলে ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে ঐ বাড়ীর একটি শয়নকক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে ওই কিশোরী পরিবারের সবাইকে বিষয়টি জানালে তারা থানায় এসে নিয়ামুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

শাজাহানপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি)  শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ এনে শাজাহানপুর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত নিয়ামুলকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024