চট্টগ্রাম  নগরীর  চান্দগাঁও এলাকা থেকে ১০৫ লিটার দেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সি এন জি  অটোরিকশা   জব্দ করা হয়।

 ২৫ অক্টোবর   ( মঙ্গলবার) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানার খেজুরতলার ইকবাল হোস্টেলের সামনে থেকে 

 মো. সালাহ উদ্দিন (২১)  এক যুবক কে আটক করা হয়।  সে  পূর্ব মোহরা গ্রামের কেরানি বাড়ির জসিম ড্রাইভারের ছেলে বলে জানা যায় । 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান , গোপন সংবাদের খবরে অভিযান পরিচালনা করে খেজুরতলা এলাকা ১০৫ লিটার  মদসহ এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা  হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024