বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ৮টায়  উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে আনাসর চত্বর হয়ে আবার উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং মধুপুর উপজেলা থানা প্রশাসন।

 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম আবু খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, আ’লীগের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাপ্পু সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুল রশিদ খান চুন্নু ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, আরো অংশ নেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বাংলা নববর্ষ উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024