আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪৩১ সন বরণ উপলক্ষ্যে মাতোয়ারা বাঙালি। নীলফামারীর ডোমারে 'বাংলা নববর্ষ' বরণ ও উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শহরের বাটার মোড়ে ডোমার নাট্য সমিতি গেট থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ডোমার পৌরসভা ও ডোমার নাট্য সমিতির সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গনে মিলিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নানান সাজে, নানান ঢঙে সমবেত হন। পরে, নতুন বাংলা বছরকে বরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে 'বাংলা নববর্ষ' উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যৌথ পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বৈশাখের প্রথম দিনের আয়োজনে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাডুডু প্রতিযোগিতা। যা উপভোগ করেন উপস্থিত সাধারণ দর্শকেরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023