|
Date: 2024-04-14 10:10:27 |
রামুতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদ্বোধন হয়েছে । ১৪ এপ্রিল রবিবার ভোরে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেতার’র মহাপরিচালক রবিন্দ্রশ্রী বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
বর্ষবরণ ১৪৩১ এর আহবায়ক বশিরুল ইসলাম বলেন, বাঙ্গালী ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে।
এ অনুষ্ঠান রামুবাসী ধর্ম,বর্ণ নির্বিশেষে উদযাপনের মধ্যদিয়ে সম্প্রীতি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সচিব মানসী বড়ুয়া বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ ৪ বছর পর রামুতে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ উদযাপিত হচ্ছে। বর্ষবরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক সুনীল বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন ধর্শদর্শী বড়ুয়া, উৎপলা বড়ুয়া, মানসী বড়ুয়া, বিভাষ সেন গুপ্ত জিকমী, বাসু দেব মন্ডল, সংগীত বড়ুয়া, অরন্য শর্মা, চম্পক বড়ুয়া।
প্রতিযোগিতা উপ-পরিষদের আহবায়ক খালেদ শহীদ বলেন, ১০টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। রামু উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩ গ্রুপে প্রায় দেড়শতাধিক প্রতিযোগী অংশ নেন।
বিকালে বাঙালি সাজো, সংবর্ধনা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ, স্থানীয় ও সংগঠন ভিত্তিক পরিবেশনা, রাতে লোকজ পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্ত হবে।
© Deshchitro 2024