জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একটি ইউনিয়নে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট এসএম জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটক আব্দুস সালাম, পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। মঙ্গল শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষ অংশ নেন।


এছাড়া একইদিন দুপুরে উপজেলা কুলকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি পরিষদের আয়োজনে শামছুন্নাহার উচ্চবিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মনজুরুল আহসান খান, জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর খালেক আখন্দ এবং কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023