চাঁদা না দেওয়ায় মারধরের পর নিহত সাবেরের

ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ছাদেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান।

আসামিরা হলেন, নুুর হোছনের ছেলে মোঃ ইয়াছিন (৩৫), হাজী ইসমাইলের ছেলে নূর হোছন (৬০), আব্দুল্লাহর ছেলে মোঃ সালমান (২৭), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (৪৩), মৃত শমসুর ছেলে সোহাগ (৩২)। সকলেই ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়া পাড়া এলাকার বাসিন্দা, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার তাহেরের ছেলে বাবলু (২৮), পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আবদুল জব্বার (৩৮), উত্তর জালিয়াপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে এমরান (৩২) এবং মধ্যম জালিয়া পাড়া ফেরুজের ছেলে কেফায়েত (৩৪)।

এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সহ ১৪ জনকে আসামি করা হয়।

এর আগে ২ এপ্রিল চাঁদা না দেওয়ায় সাবের মারধরের শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ঈদের আগের রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সাবেরের মৃত্যু হয়।

নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024