|
Date: 2024-04-15 10:57:03 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল (সোমবার) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম।
সরজমিনে দেখা যায়, প্রতিবেশি দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথরসহ নানা ধরনের পন্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে। পন্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি। ভোমরা বন্দরে কর্মরত আজহারুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ভারতীয় গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পন্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পন্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পন্য পৌছে যাবে।’
© Deshchitro 2024