|
Date: 2024-04-15 12:51:13 |
নীলফামারীতে ৬ষ্ঠ ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ই এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের তথ্য নিশ্চিত করেন।
এবারের নির্বাচনে 'চেয়ারম্যান' পদে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন—অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, মোঃ মনজুরুল হক চৌধুরী, তোফায়েল আহমেদ, মোঃ আব্দুল মালেক সরকার, সরকার ফারহানা আখতার সুমি, মোঃ রাকিব আহসান প্রধান, মদন মোহন সিংহ পিন্টু ও মোঃ এহছানুল হক।
'ভাইস-চেয়ারম্যান' পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। তারা হলেন—দিলীপ কুমার মুখোপাধ্যায়, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ জামাল উদ্দিন, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ রোকনুজ্জামান রানা, মোঃ মতিউর রহমান রুবেল, রণজিৎ কুমার রায় ও এটিএম মিরাজুল কবীর।
এছাড়া 'সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান' পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন—মোছাঃ লাইলী বানু লিলি, শিল্পী আকতার বানু, শ্রী সন্ধ্যা রাণী রায়, বেগম রৌশন কানিজ ও মোছাঃ ফেরদৌসী বেগম।
উল্লেখ্য, আগামী ১৭ই (বুধবার) এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০শে (বৃহস্পতিবার-শনিবার) এপ্রিল রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের, ২১শে এপ্রিল (রবিবার) আপিল নিষ্পত্তি, ২২শে এপ্রিল (সোমবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৩শে এপ্রিল (মঙ্গলবার) প্রতীক বরাদ্দ ও ৮ই মে (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
© Deshchitro 2024