|
Date: 2024-04-16 03:18:10 |
ফরিদপুর সদরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
© Deshchitro 2024