চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ে জমির বিরুদ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, এতে উভয় পাক্ষে ১০/১২ জন আহত হয়েছে। ১৬,৪,২৪ইংরেজি সোমবার সন্ধ্যা ৭টার সময় নিজ বাড়ীতে কথা কাটাকটির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনার প্রত্যক্ষ দর্শী লোকজন,আহতরা সবাই আপন চাছতো জেটতো ভাই। এক পক্ষের আহতরা হলেন,করিম বকসু( ৫০) পিতা ইউসুফ আলী রহিম বকসু (৪৬) রহিমা বেগম (৩৫)স্বামী করিম বকসু,হাফেজ দিদার পিতা করিম বকসু,মোঃ ইসমাইল পিতা করিম বকসু।অপর পক্ষের আহতরা হলেন,বদি আহমদ (৫৫) পিতা ইসমাইল, মোহচেনা বেগম( ৩৮)স্বামী বদি আহমদ,সাইফুল পিতা আবদুল মতিন,মোঃ মিয়া আবদুল মতিন,জাহাঙ্গীর পিতা আবদুল মতিন,হাছিনা বেগম স্বামী আবদুল মতিন, সাইফুল এর আঘাত গুরতর হওয়ায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ঘটানার বিষয়ে জানতে চাইলে মোস্তাক বলেন,আমাদের বাড়ীতে ঈদ উপলক্ষে মেহমান আসছে আমরা মেহমান নিয়ে ব্যস্ত সেই সময় অপর পক্ষ গালাগালি করে আমাদের টিনে আঘাত করলে কথা কাটাকটির একপর্যায়ে মারামারি হয়ে যায় এতে আমার ভাই ভাবী ভাতিজা অনেকেই আহত হয়েছে। জানতে চাইলে অপর পক্ষের বদি আহামদ বলেন,তারা সকালে আমাদের জমির কুটি ভেঙে দিয়েছে আমার ঘরে হামলা করেছে আমি বাড়ীতে ছিলামনা রাতে আমি খবর পেয়ে শহর থেকে আসলে তারা আমাকে মারার জন্য আমার বাড়ীতে ছলে আসে,আমাকে মারধর করে আমাকে বাঁচাতে গেলে আমার স্ত্রী ও আমার ভাতিজা আমার ভাইয়ের স্ত্রীকেও মেরে গুরুতর আহত করে বর্তমানে আমার ভাতিজা সাইফুল চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023