|
Date: 2024-04-16 15:20:32 |
রাজশাহী গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে মারপিটের ঘটনায় রুহুল আমিন (৪২) একজনের মৃত্যু হয়ছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টার সময় গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে।
মৃত্যুর এঘটনায় নিহতের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দয়ের করলে থানা পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন সাগুয়ান ঘুন্টিঘর এলাকার আব্দুল লতিবের ছেলে মনিরুল ইসলাম(৩১) ও রবিউল ইসলাম এবং মনিরুল ইসলামের ছেলে সিফাত আলী (১৮)।
এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে সাগুয়ান ঘুন্টিঘর এলাকার আজিজুলের ছেলে মোঃ সাদেকুলের ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের পাতা খায়। ওই দিন সন্ধ্যা ৬ টা ৪৫মিনিটের সময় ওই মসজিদ কমিটির সভাপতি সাবেক মেম্বর নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে ছাগলে গাছ খাওয়ার বিষয়ে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিছুক্ষন পর সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থলে সাদেকুল, আরিফুল পিতা আজিজুর, জামাল পিতা সাইফুল, মজিবর পিতা সেকেন্দারসহ আরো অনেকে ঘটনাস্থলে লাঠিসোটাসহ উপস্থিত হয়ে পূর্বের বিষয় নিয়ে মসজিদ কমিটির সভাপতির সাথে তর্ক বিতর্ক শুরু করে।
ওই সময় মোঃ রুহুল আমিন সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয়ে বাঁশের লাঠি, ইট ইত্যাদি দিয়ে মারপিট শুরু করে। রুহুল আমিন রক্ষার জন্য হাজরাপুকুর গ্রামের আনারুলের ছেলে নাজিরুল আগাইয়া আসলে তারা তাকেও মারপিট করে জখম করে। এক পর্যায়ে রুহুল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যায় ।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, এই ঘটনায় একটি নিয়মিত মামলার রুজু হয়েছে, ৩ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।
© Deshchitro 2024