আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের করে একই স্থানে এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: ইশতিয়াক আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলায় আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বে হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। তাই নতুন প্রজন্মকে এর সঠিক ইতিহাসের চর্চা করানো প্রয়োজন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023