|
Date: 2024-04-17 07:54:02 |
সিসিবিভিও'র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় মধ্যম পর্যায়ের মোট ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কুড়াপাড়া রক্ষাগোলা সমাজগৃহে মধ্যম পর্যায়ের রক্ষাগোলা গ্রাস সমাজ সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে দ্বিতীয় ব্যাচের গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়াপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মাঝিহাড়াম লালু টুডু। উক্ত সভায় আলোচ্য সূচি ছিল মধ্যম পর্যায়ের রক্ষাগোলা সংগঠনসমূহের বর্তমান অবস্থা, রক্ষাগোলা সংগঠনসমূহের অর্ন্তবর্তী ভাল চর্চা ও খারাপ চর্চা, গ্রাজুয়েশন পর্যায়ের দিকে ধাবিত হওয়ার জন্য করণীয়, রক্ষাগোলা সংগঠনসমূহের সিদ্ধান্ত গ্রহণ।
সভাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী ও সভায় উপস্থিত ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং মাঠ কর্মকর্তা পৌল টুডু। সভায় সাবির্ক সহযোগিতা করেন সমাজ সংগঠক কাথারিনা হাঁসদা।
© Deshchitro 2024