বিগত দিনে শ্রমিক ;শ্রমিক নেতাদের উপর নির্যাতন নীপীরন বন্ধসহ শ্রমিক স্বার্থ সংরক্ষনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইতিবাচক প্রভাব রেখেছে বা রাখছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার উল্লেখ করে বীরমুক্তিযোদ্ধা সাবেক নৌ পরিবহন মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাজাহান খাঁন এমপি বলেন দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে যেমন শ্রমিকরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ঠিক তেমনি শ্রমিকদের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীও  সচেষ্ট থাকে।এছাড়াও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন এমপি নিজের উদৃতি দিয়ে বলেন বিনপি জামাত সরকারের আমলে শ্রমিক স্বার্থকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক নির্যাতন নীপীড়নের সহ‍্য করতে হয়েছে।তবুও হাল ছেড়ে দেয়নি।আন্দোলন সংগ্রামের মধ‍্য দিয়ে শ্রমিক সার্থকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।শ্রমিকদের উদ্দেশ‍্য করেন বলেন আজকে সমাজে যতবড় সন্মানী ব‍্যাক্তি থাক,আপনারাই সন্মানের উপযুক্ত পাত্র।কারন দেশের অর্থনৈতিক চাকাকে রাখতে আপনাদের ভুমিকাই গুরুত্বপূর্ন। বিগতদিনে বিএনপি,জামাত আন্দোলনের নামে যে নাশকতা চালিয়েছিল সেই নাশকতায় ড্রাইভার,হেলপার,রিক্সা চালক,ভ‍্যান চালক,পুলিশ,বিজিবি সহ সারন জনগন যারা হতাহত হয়েছন তাদের জন‍্য ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন।চলমান সরকারের ১৪বছরে শ্রমিক স্বার্থ বিঘ্নিত হয় এরুপ একটি কাজের  নজীর দেখাতে পারবেন না।বরং শ্রমিক অসন্তোষ রোধে প্রধানমন্ত্রী শেখহাসিনা সর্বদা সহোযোগিতার হাত প্রসারিত করেছেন।


মঙ্গলবার(২৬অক্টোবর )সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক,ট‍্যাংক লরী,কাভার্ডভ‍্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর ২৫তম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব‍্যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন এমপি উপরোক্ত কথাগুলো ছাড়াও শ্রমিকদের ট্রাক টার্মিনাল এবং কিছু যৌক্তিক দাবী পুরনের আশ্বাস দেন।ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব‍্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান আলী,বিশেষ অথিতিবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আসলাম উদ্দীন,,আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর উপপরিচালক মোঃ আবুল বাসার,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক েফডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি ও সাধারন সম্পাদক এম এ মজিদ এবং দিনাজপুর জেলা ট্রাক,ট‍্যাংকলরী,কাভার্ডভ‍্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  মোঃ মানিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ সাদাকাতুল বারী( সাদা)।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024