|
Date: 2024-04-17 18:54:15 |
কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু
কালকিনিতে পুত্র বধূর করা মামলায় পুলিশের তাড়া খেয়ে মোতালেব ঘরামী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিনের করা একটি মামলায় মোতালেব ঘরামী সহ তার তিন ছেলেকে আসামী করা হয়।
বৃহস্পতিবার রাতে পুলিশ আসামীদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়।এসময় তার তিন ছেলেকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী দৌড়ে পালিয়ে যায়।এরপর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
ধারনা করা হচ্ছে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যেতে পারেন।
© Deshchitro 2024