|
Date: 2024-04-18 03:00:41 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইরিধান ক্ষেতে (ব্লোক) সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাসির হাওলাদার (৩৬)। সে ওই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রো ও অটোচালক ছিলেন এবং পাশাপাশি কৃষিকাজও করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির ঘটনার দিন দুপুর আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে পার্শ্ববর্তী খাল থেকে বৈদ্যুতিক জগমটরের সাহায্যে পানি সেচ দিতে যায়। পরে দীর্ঘক্ষণ পার হলেও সে বাসায় না ফেরায় তার শালি তাকে খুঁজতে যায় এবং তার নিথর দেহ পার্শ্ববর্তী খালের পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি খালে স্থাপিত মটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে ধারনা স্বজন ও স্থানীয়দের।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমরা খোঁজখবর নিয়েছি। তিনি মটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাই স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024