কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১৮ এপ্রিল উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
  উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার আব্দুল আজিজ প্রধান।  প্রদর্শনী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ হাড়ি, উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তামবিরুল ইসলাম প্রমূখ। 
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ এ এফ এম শাহারিয়ার তালুকদার।    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ বিভিন্ন প্রজাতির গরু,ছাগল, হাস- মুরগী, সৌখিন পাখি ও ঘোড়ার ৫০টি  ষ্টল দেয়া হয়েছিল। #
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024