|
Date: 2022-10-26 13:45:42 |
ফুলপুরের চরাঞ্চালে আলু চাষীদের মাথায় হাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে গত কয়েক দিন আগের বৃষ্টিতে লাগানো আলুর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষভাবে কৃষক ঋণ নিয়ে আলু চাষ শুরু করলে ঘূর্ণিঝড় সুত্রাং এর বৃষ্টিতে আলুর জমিতে পানি জমতে শুরু করেছে। যার ফলে আবারও পচন ধরবে আলুর জমিতে বলে আশংকা করছেন আলু চাষীরা। এই নিয়ে কথা বললে অনেক কৃষকই কেঁদে ফেলেন।
© Deshchitro 2024