টাঙ্গাইলের ধনবাড়ীতে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর, বুধবার ১১ টায় ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের হল রুমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাইঘাট আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সভাপতি ও ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ, বিশেষ অতিথি  হিসেবে ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য ও সাবেক অধ্যক্ষ মো. নাছির উদ্দিন খান, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও ৫নং ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর হোসেন।

আরো উপস্থিত ছিলেন, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম আমিন, সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া এবং অত্র কলেজের সকল প্রভাষক ও কর্মচারীবৃন্দ প্রমূখ।

বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহীম, সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম আমিন, সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, প্রভাষক সেলিনা আকতার, প্রভাষক, মুহাম্মদ ফরহাদ হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক, মো. আবু সাইদ ও প্রভাষক, মোহাম্মদ নাজিবুল বাশার। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিফাত, এনামুল হক এবং একাদশ শ্রেণির ছাত্রী উর্মি। সকলেই বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সার্বিক মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024