|
Date: 2022-10-26 13:51:03 |
পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম রেনু বেগম (৬৮)। অদ্য বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের একটু সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা রেনু বেগম ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে,, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টান ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের চামড়াব গ্রামে যাচ্ছিলেন রেনু বেগম।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রেনু বেগমকে ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলে আবুল হাসেম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহতের ছেলে আবুল হাসেম বলেন, আমার মা কানে কম শোনতেন। তাই রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনের শব্দ শোনতে পায়নি। পরে খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে মা মারা যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ঘোড়াশাল রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা শুনেছি ট্রেনের ধাক্কায় একজন মারা গেছে। এই বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
© Deshchitro 2024