মোটরসাইকেল- পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মেডিকেল অফিসারের মৃত্যু



ঈদের আনন্দ বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিজ কর্মস্থলে ফিরে আসার সময় মোটরসাইকেল- পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মো.শফিউল ইসলাম নামের এক সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসারের মৃত্যু হয়েছে।


ঈদের ২য় দিন রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে কিশোরগঞ্জের বিন্নাটী মোড়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


শফিউল ইসলামের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া ইউনিয়নের টামনি গুজাদিয়া গ্রামের মৃত্যু আব্দুল হাকিমের দ্বিতীয় পুত্র। 


কর্মজীবনে তিনি নেপ্রো কোম্পানিতে সুনামের সহিত সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। চাকরী জনিত কারনে তিনি পরিবার নিয়ে বিবাড়িয়া জেলার আশুগজ থানায় বসবাস করতেন।


মৃত্যুকালে শফিউল ইসলাম স্ত্রী,দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। 


শফিউল ইসলামের বড় ভাই কাজিমুল গাইজ জানান, নিজ বাসা থেকে ঈদের ২য় দিন রবিবার (১৪ এপ্রিল) শফিউল তার স্কুল জীবনের এসএসসি ব্যাচের বন্ধুদের সাথে ঈদের পুনর্মিলন অনুষ্ঠানে যোগদিয়ে নেত্রকোনা জেলার আটপাড়া থানার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে ফিরে আসার সময় কিশোরগঞ্জের বিন্নাটী মুড়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের দুপুর ১ টার দিকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিউল মাথায় মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলকে মৃত ঘোষণা করেন। 


এ ঘটনায় শফিউলের বন্ধু খাইরুল ইসলাম মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024