কক্সবাজারের দ্বীপ উপজেলা অপরূপ সৌন্দর্যের নীলাভূমি কুতুবদিয়ায় ভ্রমণ প্রেমিকদের চিত্রিক তুলে ধরা ও পর্যটকদের পথনির্দেশক সহযোগিতা এবং দ্বীপে পর্যটক মুখী করা সহ মানবিক কাজে সহযোগিতার জন্য উপজেলার  সমুদ্র বিলাস হোটেল এন্ড রিসোর্টের পক্ষ থেকে দ্বীপাঞ্চল সম্মাননা স্মারক প্রদান করা হয় কুতুবদিয়ার ৭ তরুণকে। 

শুক্রবার(১৩ এপ্রিল ২০২৪) বিকালে  সমুদ্র বিলাস হোটেল এন্ড রিসোর্টের হল রুমে দ্বীপের ৭ জন তরুণকে  তাদের স্বেচ্ছাসেবী ও মানবিক অবদানের জন্য পুরস্কৃত করা হয়। উপজেলায় সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ৭ জন তরুণের হাতে '  ’দ্বীপাঞ্চল সম্মাননা স্মারক' তুলে দিয়েছেন সমুদ্র বিলাস হোটেল এন্ড রিসোর্টের উপদেষ্টা আলিম আল আজহারী, ও পরিচালক আদিল চৌধুরী।

সম্মাননাপ্রাপ্ত ৭ তরুণ  তারা হলেন,মোবারক হোসাইন-লাভ ল্যান্ড কুতুবদিয়া,ইমতিয়াজ উদ্দিন জিল্লু-লাভ ল্যান্ড কুতুবদিয়া, 
নাজমুল হুদা সাকিব-লাভ ল্যান্ড কুতুবদিয়া।
নুরুল আজম কুতুবী,সদস্য -মানবিক টিম কুতুবদিয়া।মোহাম্মদ আরিফ-নিজের দেখা কুতুবদিয়া (নিদেক),আবু হানিফ-(নিদেক),সাকিবুল হক (ছোটন)-(নিদেক)।

এ ব্যাপারে নিজের দেখা কুতুবদিয়া (নিদেক) গ্রুপের এডমিন মোহাম্মদ আরিফ  বলেন,সেচ্চাসেবী   কার্যক্রমে যারা সমর্থন জানিয়েছেন তাদের  প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে সমুদ্র বিলাস হোটেল এন্ড রিসোর্ট কর্তৃপক্ষে  নিজের দেখা কুতুবদিয়া (নিদেক) পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া শুভাকাঙ্ক্ষী  প্রতি কৃতজ্ঞতা। আমাদের কার্যক্রমকে সমর্থন জানিয়ে স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান করেছেন
সমুদ্র বিলাস হোটেল এন্ড রিসোর্টের উপদেষ্টা আলিম আল আজহারী ও পরিচালক আদিল চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা। এই পুরস্কার উৎসর্গ করছি আমাদের  সব শুভাকাঙ্খীদের মাঝে।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023